মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাদকদব্য পাচার সংক্রান্ত বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা এর সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে ইন্সপেক্টর মাহবুবুল আলম, ব্রজলাল চাকমা,
এসআই রূপন কান্তি পালসহ অনন্য সদস্যদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠনপূর্বক ২৮/০৭/২০২১ দুপুর ২ ঘটিকায় কোতয়ালী থানাধীন আলেখারচর এলাকায় আপন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদকদ্রব্য উদ্ধার না হলেও অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত ১০ জন নারী ও পুরুষকে আটক করা হয়। অতঃপর আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহাদয়ের সাথে পরামর্শ করে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে কোতয়ালী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয় । অভিযানের স্থানটি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকাধীন হওয়ায় সেনাবাহিনীর একজন মেজর মহোদয়ের নেতৃত্বে সেনাবহিনীর সদস্যগনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক সহায়তা প্রদান করেন। মাদকবিরোধী অভিযানে প্রশাসনসহ স্থানীয় সকলের সহযোগিতার জন্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হল।