রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে (৫০০)পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
রাজবাড়ীর গোয়ালন্দে ৫০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তার আসামি হলো বাহিরচর দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়া বাবুল শেখের ছেলে শেখ রাসেল (২৫)।
মামলা এজাহার সূত্রে জানা যায় গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া কাঁচা বাজার টার্মিনাল সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে থেকে ৫০০ পিস ইয়াবা সহ শেখ রাসেলকে গ্রেপ্তার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ি। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে পাঠানো হয়েছে।