হাসিমুখে র্যাবের সঙ্গে বাসা থেকে বের হলেন হেলেনা জাহাঙ্গীর!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
র্যাবের সঙ্গে হাসি মুখে বাসা থেকে বেরিয়ে আসেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর।দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টা ১৩ মিনিটে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে তাকে বের করে আনেন র্যাবের সদস্যরা।এ সময় র্যাবের দুজন নারী সদস্য তাকে ধরে বাইরে নিয়ে আসেন। এরপর র্যাবের একটি সাদা মাইক্রোবাসে করে তাকে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।
হেলেনা জাহাঙ্গীরকে আটকের বিষয়টি শিক্ষাতথ্য টিভিকে নিশ্চিত করেছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।