কোরবানির মাংস বিতরণে অনিয়ম মসজিদ কমিটি বাতিল
প্রিন্স এডওয়ার্ড
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি
কোরবানীর মাংস বিতরণে অনিয়মকে কেন্দ্র করে মসজিদ কমিটি বাতিল করা হয়েছে। সমাজের সকল লোকের উপস্থিতিতে ২১ সদস্যের এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী গ্রামে।
পালবাড়ী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জীবন জানান, সামাজিক ও ধর্মীয় রীতি অনুসারে কোরবানীর পশুর মাংস তিন ভাগের এক ভাগ সমাজভুক্ত বাসিন্দাদের জন্য রাখা হয়। পরবর্তীতে কোরবানির সকল গরু ও খাসীর মাংস একত্রিত করে সমাজের সকল পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে মাংস বন্টন করা হয়ে থাকে। এ বছর পালবাড়ী কেন্দ্রী জামে মসজিদ ভিত্তিক সমাজের মাংস বন্টনের দায়িত্বে ছিলেন মসজিদ কমিটির সভাপতি বাবুল হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। তাদের সহযোগিতায় ছিলেন মো. ঠান্ডু মিয়া, হযরত আলী ও আব্দুল হামিদ।
মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক সদস্য আবু জাফর জানান, কোরবানির দিন মাংস বিতরণের সময় কমিটির নেতৃবৃন্দ গরুর মাংস বিতরণ করলেও খাসির মাংস বিতরণ করেননি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধতার সৃষ্টি হয়। গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছিল। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিষয়টি প্রাকাশ্য রূপ নেয়। এক পর্যায়ে আন্দোলন শুরু করেন এলাকাবাসী।
ওই এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আবদুর রশিদ জানান, আনুষ্ঠানিকভাবে তারা ভুল স্বীকার করায় সমাজের লোকজনের দাবির প্রেক্ষিতে বর্তমান কমিটি ভেঙ্গে দেওয়া হয়। পরবর্তীতে মো. আব্দুল জলিলকে প্রধান করে ২১ সদস্যের এডহক কমিটি ঘোষণা করা হলে পরিস্থিতি শান্ত হয়।
বৈঠকে ইউপি সদস্য মো. শামীম মিয়া, গ্রাম্য মাতাব্বর বেলায়েত হোসেন মাষ্টার, জহের আলী, শাবলু মিয়া, মো. আবুল হোসেনসহ দুইশতাধিক লোক উপস্থিত ছিলেন।