মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির হাতে ইয়াবা সুন্দরী গ্রেফতার!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
করোনা পরিস্থিতিতেও থেমে নেই DNC ভোলা। অদ্য ৩০/০৭/২০২১ ইং তারিখ DNC ভোলার একটি টিম লালমোহন থানাধীন লালমোহন পৌরসভার ০৭ নং ওয়ার্ডস্থ আদর্শপাড়া গ্রামের মোছা সোহেবা বেগম(২৮), স্বামী মোঃ নাঈম(২৯) এর নিজ দখলীয় বসতঘরে অভিযান চালিয়ে ৭০ (সত্তর) পিস ইয়াবা উদ্ধার করেন এবং মোসাঃ সোহেবা বেগমকে হাতেনাতে গ্রেফতার করেন।
২. অপর একটি অভিযানে লালমোহন থানাধীন ফরাজগঞ্জ ইউপির ০৯ নং ওয়ার্ড, মহেশখালী গ্রামস্থ মোঃ মিরাজ মিয়া এর নিজ দখলীয় বসত বাড়িতে তল্লাশী করে ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন। মোঃ মিরাজ মিয়া (৩২) পলাতক রয়েছে। গ্রেফতারকৃত আসামী মোসাঃ সোহেবা বেগম (২৮), মোঃ নাঈম(২৯)( পলাতক) এবং মোঃ মিরাজ মিয়া (৩২) এদের নামে লালমোহন থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।