মোহাম্মদপুরে ৪৮ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃরনি আহমেদ রাজু ক্রাইম রি
মাগুরার মোহাম্মদপুরে এক যুবকের শরীর তল্লাশি করে ৪৮ পিস ইয়াবা বড়ি জব্দ সহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই যুবকের নাম আবুল কাশেম (৩২)।রোববার রাতে বালিদিয়া ইউনিয়নের হরেকৃষ্ণপুর এলাকায় থেকে ওই যুবককে আটক করা হয়।মাদক বহনকারী আবুল কাশেম উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের মোঃ আফজাল খাঁনের ছেলে।
মোহাম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, উপজেলার বালিদিয়া ইউনিয়নের হরেকৃষ্ণপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আবুল কাশেম নামে একজনকে আটক করে পুলিশ। এসময় তল্লাসী চালিয়ে তার পকেট থেকে ৪৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।