পরীমণির পৃষ্ঠপোষক চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা নজরুল রাজ মাদকসহ আটক।
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
পরীমণির এক সময়কার পৃষ্ঠপোষক ও সহযোগী নজরুল রাজকে তার বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ সিসা সোডা মাদক ও সিসা সেবনের সরঞ্জামাদিসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
একই সময় রাজের আরও দুই সহযোগীকে আটক করা হয়েছে। দুইজনের মধ্যে একজনের নাম সবুজ বলে জানা গেছে।
বুধবার (৪ আগস্ট) রাত ১০টা ২৮ মিনিটে একটি সাদা রঙের কালো গ্লাস যুক্ত হায়েস মাইক্রোবাসে করে রাজকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।এর আগে বুধবার রাত ৮টা থেকে রাজের বাসায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে র্যাব।জানা যায়, বহুল সমালোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান শেষে তাকে আটক করার পর তার এক সময়কার পৃষ্ঠপোষক নাট্য প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানীর বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। র্যাবের পক্ষ থেকে এমনটা জানানো হয় গণমাধ্যমকে। এরপর তাকে আটক করা হয়।নজরল ইসলাম রাজ সম্পর্কে জানা যায়, নাটক প্রযোজনার পাশাপাশি মিউজিক ভিডিও প্রযোজনা করতেন। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিরও সদস্য। সেইসঙ্গে অভিনয় করতেও দেখা গেছে তাকে। দেশীয় শোবিজ মিডিয়ায় গুঞ্জন আছে – এই নজরুল রাজের পৃষ্ঠপোষকতায় পরীমণির মিডিয়ায় এসেছেন।উল্লেখ্য, গেলো ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচনে ওমর সানির প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন নজরুল রাজ।