মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা মাঝিপাড়া এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে মোবাইল কেনা নিয়ে পারিবারিক কলহের জেরে মনোরঞ্জন বিশ্বাস(৭০) নামের এক দৃষ্টি প্রতিবন্ধি পিতার মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলে অশোক বিশ্বাস ও ছেলের বউ বিথীকা রাণীকে কে আটক করেছে স্থানীয় ফাঁড়ি পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) হাফিজুর রহমান।
পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য মাগুরার হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। নহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে,বৃহস্পতিবার বিকালে অশোক বিশ্বাসের ছেলে অংকন মোবাইল কিনে দেওয়ার বায়না ধরে। এসময় নিহত মনোরঞ্জন বিশ্বাস মোবাইল কিনে দিতে রাজি হয়। অপারোগতা প্রকাশ করেন ছেলে আশোক। এ নিয়ে পিতা-পূত্রের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে আশোকের ধাক্কায় বাবা বারান্দা থেকে নিচে পড়ে মাথা ফেঁটে গুরুতর আহত হন। পরে তাকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নহাটা বাজারে প্রাথমিক চিকিৎসা দিতে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়া পল্লী চিকিৎসক তাকে মাগুরা সদর হাসপাতলে নেওয়ার পরার্মশ দেন। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।