প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২১, ৩:২৭ পি.এম
রাস্তা ভেঙে যাওয়ায় ভোগান্তি ও জনদূর্ভোগের সৃষ্টি
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে বিকল্প রাস্তা ভেঙে যাওয়ায় ভোগান্তি ও জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে
বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো পুনবার্সন প্রকল্পের আওতায় প্রায় তিন কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে পাকেরহাট থেকে খানসামা সড়কে বেলান নদীর ওপর ৩৫ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে।
বর্ষার আগে ব্রিজের কাজ শেষ করবে মর্মে ঠিকাদারী প্রতিষ্ঠান যানবাহন ও পথচারীদের যাতায়াতে নদীর গতিপথ বন্ধ করে বিকল্প রাস্তা নির্মাণ করা হয়েছে। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই বর্ষা মৌসুম শুরু হওয়ায় পানি পারাপারে রিং বসানো হয়েছিল। সেটিও পানি প্রবাহের জন্য পর্যাপ্ত ছিল না।
শিক্ষাতথ্য টিভি