প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৯:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২১, ৯:৩২ এ.এম
পাবনা প্রেসক্লাবের সম্পাদকের বিরুদ্ধে মামলা!
পাবনা প্রেসক্লাবের সম্পাদকের বিরুদ্ধে মামলা!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
পাবনা প্রেসক্লাবের সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও সয়ম টিভির জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুজানগর প্রেসক্লাব। সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন,পাবনা-২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু।
ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৯ ধারায় গত ৯ জুন ঢাকার বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাবেক ওই এমপি মামলাটি দায়ের করেন। মামলা নম্বর- ২৪৫/২০২১।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পরিদর্শক মিজানুর রহমান বৃহস্পতিবার (৫ আগষ্ট) সৈকত আফরোজ আসাদকে বিষয়টি নিয়ে মুঠোফোনে অবহিত করলে মামলার বিষয়টি পাবনার গণমাধ্যমকর্মীরা জানতে পারেন।এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান সহ ক্লাবের সদস্য বৃন্দ।
শিক্ষাতথ্য টিভি