সুনামগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির হাতে ৩ মাদক কারবারি গ্রেফতার !
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
ডিএনসির বিভাগীয় টিম ও র্যাব-সুনামগঞ্জ এর সমন্বয়ে সুনামগঞ্জ পৌরসভার দক্ষিণ আরপিন নগর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আব্দুল আলীর ছেলে আসাদুজ্জামান পংকজ এর বাসা তল্লাশী করে ১৫২ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ২,১১,৬৩০ টাকা,
বিভিন্ন ব্র্যান্ডের ১৯টি মোবাইল সেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার নামীয় ১৫০ সিসি মোটর সাইকেল সহ (১) আব্দুল কাশেম, পিতা-জামাল উদ্দিন, (২) তাহির আহমেদ ওরফে রাফি, পিতা-আলী আহমদ, (৩) ফয়সল বখত, পিতা-রসিক বখত এদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে পরিদর্শক জনাব মোহাম্মদ খোর্শেদ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।