মাগুরা মোহাম্মদপুরে করোনা আক্রান্ত এমপি শিখরের জন্য দোয়া মহফিল!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুরা-১ আসনের সাংসদ সদস্য প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সহকারী সচিব আলহাজ্ব আ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা জামান করোনা আক্রান্ত হওয়ায় তাদের সুস্থতা কামনায় মহম্মদপুর হটলাইন টিমের আয়োজনে আজ শুক্রবার বাদ আছর উপজেলার ৫টি এতিম খানায় একযোগে দোয়া মহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গত ২৯ জুলাই তিনি তার স্ত্রী করোনা আক্রান্ত হয়ে ঢাকার বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
তিনি মাগুরা-২ আসনের সাবেক সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আছাদুজ্জামানের ছেলে। তার সহযোগিতায় করোনা কালে অসহায় মানুষের সেবায় মহম্মদপুরে হটলাইন টিম গঠিত হয়। আজ শুক্রবার বাদ আছর উপজেলা সদর, চরজাঙ্গালিয়া, রায়পাশা, জাঙ্গালিয়া বিশ্বাস পাড়া ও বড়রিয়া এতিমখানায় এমপি শিখর ও তার সহধর্মীনীর সুস্থতা কামনায় এই হটলাইন টিম দোয়া মহফিল ও ৩ শতাধিক এতিমদের মধ্যে তোবারক বিতরণ করেন।