স্বাস্থ্য অধিদপ্তর: এসএমএস না পেলে টিকাকেন্দ্রে যাবেন না
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস
ঠেকাতে চলছে ‘ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’। এই প্রকল্পের আওতায় দেশের
প্রত্যন্ত অঞ্চলেও চলছে টিকাদান কর্মসূচি। তাতে চাপ পড়েছে নিবন্ধন
প্রক্রিয়ায়। নিবন্ধনের পর বিষয়টিকে নিশ্চিত করে একটি এসএমএস পাঠানো হয়।
অনেকেই দুই-তিনদিন, এমনকি এক সপ্তাহেও সেই এসএমএস পাননি। না পেয়ে ভিড় করছেন
টিকাকেন্দ্রে গিয়ে।
গ্রামের
টিকাদান কেন্দ্রগুলোতে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি না জেনে
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকা না নিয়ে কেন্দ্র ত্যাগ করতে হচ্ছে অনেককে। এ
নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ
নিয়ন্ত্রণের বিভাগের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, এসএমএস
না পেলে কেউ টিকাকেন্দ্রে যাবেন না।আজ
রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে
বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন ডা. নাজমুল হাসান। তিনি বলেন, প্রত্যন্ত
অঞ্চলের টিকাকেন্দ্রগুলোতে অনেক ভিড় হচ্ছে। নিবন্ধন করেছেন, কিন্তু চূড়ান্ত
এসএমএস পাননি, এমন অসংখ্য মানুষ কেন্দ্রে গিয়ে ভিড় করছেন। ফলে টিকাকেন্দ্র
থেকেই সংক্রমণ ছড়ানোর শঙ্কা রয়েছে।প্রত্যন্ত অঞ্চলে টিকাদান
কর্মসূচির দুদিন শেষ হলো আজ। এর মধ্যেই নানা অব্যবস্থাপনা আর দুর্ভোগে
শুরুতেই এই কর্মসূচি মুখ থুবড়ে পড়ার উপক্রম। টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধির
বালাই নেই। এছাড়া দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে টিকা না পেয়ে বাড়ি ফিরে যাওয়ার
অসংখ্য ঘটনা ঘটছে। সিরিয়াল ভেঙে টিকা নিতে গিয়ে ঘটছে হাতাহাতির ঘটনা।