কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ৩ মাদক কারবারি গ্রেফতার!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা এর উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ ফারহানা পৃথা মহোদয়ের নেতৃত্বে আদর্শ সদর থানাধীন মোহন মিয়ার বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ ৩ জন আসামীকে আটক করেন।
আসামীদের বিরুদ্ধে ইন্সপেক্টর মাহবুবুল আলম ভূঞাঁ প্রসিকিউশন দাখিল করেন। বিজ্ঞ আদালত আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন। মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের এসআই রূপন কান্তি পালসহ অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন এবং আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।