চট্টগ্রাম শহরে বন্যা নিয়ন্ত্রণে কাজ চলছে।
চট্টগ্রাম শহরে বন্যা নিয়ন্ত্রণে কাজ চলছে।
চট্টগ্রাম শহরে বন্যা নিয়ন্ত্রণে সিডিএ, পানিসম্পদ মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে ডিজাইন তৈরী করেছে তা নিয়ে কাজ শুরু হবে শিগগিরই বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,সকালে সচিবালয়ে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রাম একটি ঘনবসতিপূর্ন এলাকা।
এই শহরের নকশায় যাতে ত্রুটি বিচ্যুতি না হয় সেটা নিয়ে কাজ করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর প্রেক্ষাপটে বাংলাদেশে ডেঙ্গুর অবস্থা এখনও ভালো। তবে দেশে অন্যান্যবারের চেয়ে বেড়েছে। সরকারের পক্ষ থেকে ডেঙ্গু কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। প্রত্যেকে নিজে নিজে বাড়ি পরিষ্কার রাখার উপর মনোযোগ দিতে হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category