স্টাফ রিপোর্টার
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একদল বখাটে ছেলেরা,কখনো সাংবাদিক কখনো পুলিশ, আবার কখনো ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ্য লক্ষ্য টাকা,
যানাযায় কুমিল্লা ক্যান্টেনমেন,আলেখারচর, ঝাগুরজুলি,বিশ্বরোড এলাকায়,মোঃ রেজাউল (৩৫) মোঃ কামরুজ্জামান (৪২) মোঃওয়াসিম(২৩) মোঃ ফাহিম (১৮) রোমান (১৮) মোঃ আলী মিয়া
এলাকা সুত্রে যানাযায়, মোঃ রেজাউল তাহার সঙ্গপঙ্গ গংদের নিয়ে,প্রাইভেট কার ভাড়া করে রাতের আঁধারে মানুষদের গলায়, ছুরি, পিস্তল ঠেকিয়ে সাধারণ খেঠে খাওয়া মানুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা পয়সা,
আরো যানাযায়,কুমিল্লা সদর উপজেলা আলেখারচর মোর ঝাগুরঝুলি চার রাস্তার মোর পর্যন্ত যেসব খাবারের হোটেল, আবাসিক হোটেল, দোকান পাট রয়েছে তাদের থেকে,সাংবাদিক, পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করছেন এই চক্রটি, দোকানদার রফিক, তাজু,আওলাদ, জহির, মোতালেব, আবু,মোবারক, মানিক, হেলাল, তাহের,বাচ্ছু,সহ আরো অনেকে সাংবাদিকদের জানান মোঃ রেজাউল ভোরের চেতনা ও এশিয়া টেলিভিশন, মোঃ কামরুজ্জামান বাংলার আলোড়ন পরিচয় দিয়ে আমদের কাছ থেকে টাকাপয়সার নিয়ে যায়,আমরা এখন তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছি,
দোকানদার গং আরো জানান,আমরা পত্রিকা, টিভি চ্যানেলের সম্পাদকদের সাথে খোঁজ খবর কথা বলে জান্তে পাড়ি মোঃ রেজাউল, কামরুজ্জামান এসব নামে তাদের কোন সাংবাদিক নাই, এবিষয় আমরা পুলিশকে জানালে, পুলিশ তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়নি,এখন আমরা পুলিশ rab উত্ববর্তন কর্মকর্তার কাছে আকুল আবেদন, এসব অসাজিক লোকদের আইনের আওতায় আনা হোক