মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা এর উদ্যোগে কোতোয়ালী মডেল থানা এলকার শাসনগাছা পশ্চিম পাড়া শাহজাহান মিয়ার ভাড়াটিয়া আসামী রানু বেগম এর পূর্ব ভিটির পশ্চিম দুয়ারী ০৩ (তিন) কক্ষ বিশিষ্ট সেমিপাকা বসতঘর তল্লাশি করে ৯০ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা ও ১৮ বোতল এস্কাফ সহ আসামীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি মোছা: বিউটি আক্তার (পলাতক), স্বামী: মাহবুব, সাং- শাসনগাছা পশ্চিম পাড়া, থানা: কোতোয়ালী, জেলা: কুমিল্লা তাকে এস্কাফগুলো সরবরাহের জন্য এসেছিল। অভিযানকালে টিমের সদস্যদের উপস্থিতি টের পেয়ে আসামি বিউটি পালিয়ে যেতে সক্ষম হয়। তারা একে অপরের সহযোগিতায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। একজন আটক এবং অপরজনকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর টেবিলের ১০ (ক), ১৪ (খ), ১৯(ক)/৪১ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।