আফগানিস্তানের ২০ হাজার শরণার্থীকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে
যুক্তরাজ্য সরকার। এর মধ্যে প্রথম বছরেই পুনর্বাসন করা হবে ৫ হাজার
আফগানকে। আর এতে অগ্রাধীকার পাবেন নারী, শিশু ও সংখ্যালঘুরা। যুক্তরাজ্যের
স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। এএফপির
এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানদের হাতে কাবুল দখল হওয়ার পর
জরুরিভিত্তিতে পার্লামেন্টের অধিবেশন আহ্বান করা হয়। আফগানিস্তান পতনের
বিষয়টি নিয়ে যেখানে আলোচনা করেন বৃটিশ এমপিরা। এরপরেই এ বিষয়ে সিদ্ধান্ত
নেয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন
প্রকল্পের আওতায় এসব আফগান শরণার্থী আশ্রয় দেবে যুক্তরাজ্য। পর্যায়ক্রমে যা
২০ হাজারে উন্নীত করা হবে। তবে কতদিনে এই সংখ্যক আফগানকে পুনর্বাসনের
ব্যবস্থা করা হবে, তার কোনো সময়সীমা বেধে দেননি প্রীতি প্যাটেল। তবে তিনি
বলেছেন, যুক্তরাজ্যের পক্ষে একার পক্ষে আফগানদের সহায়তা করা সম্ভব নয়। এ
জন্য তিনি অন্য দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন। প্রীতি
প্যাটেল জানান, যুক্তরাজ্যের হয়ে কাজ করা আফগানদের জন্য তার সরকার
সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে। কাবুলে তাদের যুক্তরাজ্যের মিশনের হয়ে
যারা কাজ করেছেন, তাদের মানবিক সংকট মোকাবেলায় সবকিছুই করা হবে। এদিকে
আফগান শরণার্থীদের পুনর্বাসনের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেটি পর্যাপ্ত
নয় বলে সমালোচনা করছে বিরোধী দলগুলো। তারা মনে করে, এই প্রকল্পের আওতায় আরো
অধিক সংখ্যক আফগানের পুনর্বাসন হওয়া উচিত।