কুষ্টিয়া
মিলপাড়া গড়াই নদীর তীরে অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পানি উন্নয়ন বোর্ডের!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
কুষ্টিয়া নদীর তীরে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা দখল করে অনেকে বিক্রি করে
দিচ্ছে নদীর তীরের যায়গা। দখল মুক্ত করতে আজ সকালে ম্যাজিস্ট্রেট এর
নেতৃত্বে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও প্রশাসনের সহায়তায়
শ্বসান ঘাট এলাকায় অভিজান পরিচালিত হয়।
সে সময় তারা স্বসান ঘাট থেকে শুরু
করে রেনউইক বাধ পর্যন্ত সকল দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।
নদীর তীরে সুন্দর পরিবেশ দখলদারদের জন্য বস্তিতে পরিনত হয়েছে। প্রাথমিক
ভাবে তারা অবৈধ স্থাপনা সারিয়ে নিতে নির্দেশ দেন।
নির্দেশ অমান্য করলে আইন প্রয়োগ করা হবে।