চাঁপাইনবাবগঞ্জ
সীমান্তে মদ তৈরির কারখানার বিজিবির অভিযান!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কিরনগন্জ সিমান্ত এলাকায় একটি মদ
তৈরির কারখানার সন্ধান পেয়ে মাদক বিক্রেতাকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ
রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
মাদক বিক্রেতা হচ্ছে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর
চাদশিকারী গ্রামের হাদিসুল ইসলামের ছেলে বাইরুল ইসলাম (৪০) এবং শিবগঞ্জ
উপজেলার আজমাতপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মৃত্যু চান মুন্সির ছেলে উকিল
(৪২)।অত্র ব্যাটালিয়নের এর সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবির
এমএস এর নের্তৃত্ব কিরোনগন্জ বিওপির দায়িত্বপূ্র্ন এলাকায় ব্যাটালিয়ন সদর
দপ্তর, তেলকুপি এবং সোনামসজিদ বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৭/৩ এস
হতে আনুমানিক ৫ কিঃ মি বাংলাদের অভ্যান্তরে চাঁদশিকারি গ্রামে বিশেষ অভিযান
পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে মদক ব্যবসায়ী মোঃ বাইরুল ইসলাম এবং
সেবনকারী মোঃ উকিল কে বাংলা মদ ৩.২৫০ লিটার এবং মদ তৈরির চুয়ানী ৭০ লিটারসহ
আটক করতে সঋম হয়। আটককৃত বাংলা মদ এবং মদ তৈরির চুয়ানির আনুমানিক সিজার
মূল্য ২১,৯৭৫ টাকা।
এব্যাপারে আসামীদের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহন করা হয়েছে।