মাগুরা
মহিষাডাঙ্গা বাজারে সিনজেনটার ভিরতাকো কীটনাশক মেলা
মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের মহিষাডাঙ্গা বাজারে ১
দিন ব্যাপি অনুষ্ঠিত হয়েছে সিনজেনটা কোম্পানির ভিরতাকো মেলা।
শনিবার ২১
আগষ্ট ভিরতাকো কীটনাশক উপর ধানের মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকা দমনের উপর
কৃষকদের প্রশিক্ষণমূলক সেমিনার ও মেলার আয়োজন করা হয়। মেসার্স সাব্বির
এন্টারপ্রাইজ (ইছাখাদা বাজার) এর সৌজন্যে এই মেলার আয়োজন করা হয়। ভিরতাকো
মেলায় উপস্থিত ছিলেন, সিনজেনটা কোম্পানির প্রতিনিধিদ্বয়, ১০০ জন কৃষকদের
উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন কৃষক ফারুক হোসেন সত্যপুর, কৃষক আবুল হাসান
সত্যপুর, কৃষক আবু সাঈদ মহিষাডাঙ্গা, কৃষক নাসিমউদ্দিন মহিষাডাঙ্গা।
এ সময়
সিনজেনটা কোম্পানির প্রতিনিধি বলেন, ভিরতাকো কীটনাশক ধানের মাজরা পোকা ও
পাতা মোড়ানো পোকা দমনের জন্য ধান রোপণের ১৫-২০ দিন পর ১ বার ১০ গ্রাম পানির
সাথে মিশিয়ে ৩৩ শতক জমিতে স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হবে। এরপর ২য় বার
৩৫-৪০ দিন পর একই নিয়মে ভিরতাকো কীটনাশক ধান গাছে স্প্রে করতে হবে। ভিরতাকো
ডাবল ডাবল সমাধান, ভিরতাকোয় কোন পাশ্বপ্রতিক্রিয়া মুক্ত এবং এটা পরিবেশ
বান্ধব। মেলার শেষপ্রান্তে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় (সুদীন) প্রতিটি
সুর্যোদয়, সিনজেনটার একটি পদক্ষেপ, এর স্বাস্থ্য সুরক্ষার উপর কৃষকদের
প্রশিক্ষণ প্রদান করেন সিনজেনটার মাগুরা প্রতিনিধি দীনবন্ধু সরকার।