স্টাফ রিপোর্টার ঃ মাগুরা শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নে আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার ২৩ আগষ্ট দুপুর ২ টার সময় আমজাদ আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বুনাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট শ্যামল কুমার দে ও বিশেষ অতিথি ছিলেন ১ নং ধনেশ্বরগাতী ইউনিয়নের চেয়ারম্যান শ্রী বিমল শিকদার, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরজ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, বুনাগাতী ইউনিয়নের চেয়ারম্যান ও শালিখা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দীন, জেলা পরিষদের সম্মানিত সদস্য ও শতখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মীনা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের কর্মীবৃন্দগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুনাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাঈদুর রহমান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন বুনাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুন্ডু। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে আলোচনা করেন। এরপর বিশেষ অতিথিগণ পযার্য়ক্রমে বঙ্গবন্ধুর পরিবার ও তার জীবনী সম্পর্কে আলাপ আলোচনা করেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও শহীদ পরিবারের প্রতি দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।