প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২১, ৫:১১ এ.এম
কাবুল বিমানবন্দরে হতাহত ব্যক্তিদের সরিয়ে নেওয়া হচ্ছে হাসপাতালে
কাবুল বিমানবন্দরে হতাহত ব্যক্তিদের সরিয়ে নেওয়া হচ্ছে হাসপাতালে
কাবুল বিমানবন্দরে হতাহত ব্যক্তিদের সরিয়ে নেওয়া হচ্ছে হাসপাতালে
ছবি: রয়টার
আফগানিস্তানের
রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার
করেছে নিষিদ্ধঘোষিত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
যুক্তরাষ্ট্রের আগে থেকেই বদ্ধমূল ধারণা, এ হামলার পেছনে আছে আইএসের হাত।
তবে এই হামলায় তালেবান ও আইএসের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছেন না
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে,
হামলার পর গতকাল বৃহস্পতিবারই এ নিয়ে হোয়াইট হাউস থেকে কথা বলেছেন বাইডেন।
তিনি বলেন, ‘কাবুলে কাজ করা কমান্ডারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে
যেসব নথিপত্র আমাকে দেওয়া হয়েছে, সেখান থেকে এটা কোনোভাবেই নিশ্চিত হওয়া
যায় না যে এই হামলাকে কেন্দ্র করে আইএস ও তালেবানের মধ্যে কোনো ধরনের
যোগসূত্র রয়েছে।’কাবুলে হামলার দায় স্বীকার করেছে মূলত ইসলামিক স্টেটের
খোরাসান প্রভিন্স (আইএস-কে) শাখা। বিবিসির খবরে বলা হয়েছে, আইএসের এই শাখা
মূলত আফগানিস্তান ও পাকিস্তানে সক্রিয়। আফগানিস্তানে তারাই সবচেয়ে নৃশংস ও
কট্টরপন্থী সন্ত্রাসী গোষ্ঠী।২০১৫ সালে এই আইএস-কে প্রতিষ্ঠিত হয়। ওই সময়
আইএস মূলত শক্তিশালী ছিল সিরিয়া ও ইরাকে। আফগানিস্তান ও পাকিস্তান থেকে
সদস্য সংগ্রহ করে থাকে এই জঙ্গি সংগঠনটি। বিশেষ করে যারা তালেবান থেকে
বেরিয়ে গেছে, তাদের নেওয়া হয় এই সংগঠনে।সম্প্রতি আইএসের এই খোরাসান
প্রভিন্স শাখা সবচেয়ে নৃশংস হামলাগুলো চালিয়েছে। স্কুলগামী মেয়েশিশু,
হাসপাতাল, এমনকি হাসপাতালের প্রসূতি ইউনিটে হামলা চালিয়ে অন্তঃসত্ত্বা
নারীদেরও হত্যা করেছে আইএসের এই শাখার জঙ্গিরা।আইএসের এই খোরাসান প্রভিন্স
শাখাটি মূলত কাজ করে থাকে আফগানিস্তানের নানগাহার প্রদেশ থেকে। এই প্রদেশকে
তাদের ঘাঁটি হিসেবে মনে করা হয়।বাইডেন আইএসের সঙ্গে তালেবানের সম্পর্ক না
পেলেও গবেষকেরা এই দুই সংগঠনের মধ্যে সম্পর্ক খুঁজে পাচ্ছেন। তালেবানের
গুরুত্বপূর্ণ শাখা হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আইএসের সম্পর্ক রয়েছে বলে
প্রচলিত আছে। হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তালেবানের।
হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজুদ্দিন হাক্কানি তালেবানেরও নেতা।
শিক্ষাতথ্য টিভি
প্রিন্ট করুন
সেভ করুন