মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
টেকনাফের হাবিরছড়া ঘাটে ট্রলারে মিললো আড়াই লাখ ইয়াবা সাগর পথে মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সমুদ্র উপকূলে খালাসের সময় আড়াই লাখ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
এসময় একটি ট্রলার জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। রাতে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ঘাটের মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের ইনচার্জ সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ইয়াবা কারবারিরা মিয়ানমার থেকে একটি বড় চালান এনে ওই এলাকা দিয়ে খালাস করতে চেয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের একটি টিম গিয়ে ওই এলাকায় মো. হারুনের হলুদ রঙের ট্রলারটিতে তল্লাশি করতে অগ্রসর হলে মাঝিসহ ট্রলারের লোকজন পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা থেকে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও ট্রলারটি জব্দ করা হয়।তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের গোয়েন্দা তৎপরতায় ইয়াবা খালাসের সাথে জড়িত একটি সিন্ডিকেটকে শনাক্ত করা হয়েছে। টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ঘাটের ফিশিং ট্রলারের মালিক মৃত নজির আহম্মদের ছেলে মো. হারুন (২৮)। উক্ত ফিশিং ট্রলার ব্যবহার করে রোহিঙ্গা মাঝি মো. কামালের সহযোগিতায় মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে সারাদেশে ছড়িয়ে দিচ্ছে। এ ঘটনায় নৌকার মালিক হারুন এবং মাঝি কামালসহ সিন্ডিকেটের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্য বাদী হয়ে হারুন ও কামালসহ মোট আটজনকে আসামি করে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।