গাজীপুর
কাপাসিয়ায় প্রেমিকের হাতে খুন হলো প্রেমিকা আকলিমা
স্টাফ রিপোর্টারঃ ফারুক আহমেদ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্কুল শিক্ষার্থী আকলিমাকে (১৬) কে
শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনায় থানায় অভিযোগ।
বাড়ির পাশের ডোবায় থেকে গত মঙ্গলবার সন্ধ্যা ৭.০০টায় মরদেহ উদ্ধার করেছে
কাপাসিয়া থানা পুলিশ ।
হত্যাকান্ডের সাথে জড়িত প্রেমিক হোসেন আলী নামে
একজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, প্রেমঘটিত ঘটনার জেরে আকলিমাকে হত্যা করা হয়েছে। আকলিমা
উপজেলার বারিষাব ইউনিয়নের দামোয়ার চালা গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে।
হত্যাকান্ডের সাথে জড়িত হোসেন আলী" সে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার
সবার কুঠির গ্রামের আব্দুল হকের ছেলে।
কাপাসিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক নাহিদ হাসান খাঁন জানান, প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে প্রেমঘটিত গঠনায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
কাপাসিয়া থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আলম চাঁদ বলেন, এ বিষয়ে থানায়
একটি হত্যা মামলা রজু প্রক্রিয়াধীন।হত্যার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার
করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আকলিমা হত্যার কথা স্বীকার করেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে
প্রেরন করা হয়েছে,রিপোর্টের তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।