মাগুরায়
সবুজ আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি
মাগুরা প্রতিনিধি ঃ খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন, নবায়ন যোগ্য
জ্বালানীর ব্যবহার নিশ্চিত করুন।
বুধবার ১ সেপ্টেম্বর সকাল ১০.৩০ টার সময়
কেন্দ্রীয় বাস টার্মিনাল, পারনান্দুয়ালীতে মাগুরা জেলার “পরিবেশ বিপর্যয়
রোধে করনীয়” শীর্ষক আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষরোপণ
কর্মসূচী পালিত হয়েছে।
সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার সদস্য সচিব (প্রস্তাবিত) এইচ এন কামরুল
ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর থানার ওসি (তদন্ত)
মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর ৬ নং ওয়ার্ড ও প্যানেল
মেয়র -২ মাগুরা পৌরসভা আলহাজ্ব আবুল কাদের গনি মোহন,
মাগুরা পৌরসভার ৫ নং
ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম জাহিদ, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাকিব হাসান
তুহিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সবুজ আন্দোলন মাগুরা জেলা
শাখার যুগ্ম আহ্বায়ক (প্রস্তাবিত) মোঃ সিরাজুল ইসলাম টোকন, মাগুরা জেলা
শাখার যুগ্ম আহ্বায়ক (প্রস্তাবিত) খন্দকার নজরুল ইসলাম মিলন, শ্রীপুর
উপজেলা শাখার আহ্বায়ক (প্রস্তাবিত) মোঃ আনিচুর রহমান কনক, মাগুরা জেলা
শাখার কার্যকারী সদস্য (প্রস্তাবিত) মোঃ আরজান বিশ্বাস (বাদশা), মাগুরা
জেলা শাখার সদস্য কার্যকারী সদস্য (প্রস্তাবিত) এম জামান মাহমুদ,
মাগুরা
জেলা শাখার কার্যকারী সদস্য (প্রস্তাবিত) জিবলু মোল্লা সহ প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক
(প্রস্তাবিত) মোঃ ইউনুস আলী। অনুষ্ঠানের শেষে সুবজ আন্দোলন এর ৩ য়
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং ৩০০ শতাধিক বৃক্ষ রোপন ভূমিতো
রোপণ ও বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির
আয়োজন সার্বিক সহোযোগিতায়, সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখা।