সাড়ে চার মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে ওমানগামী সরাসরি ফ্লাইট আগামীকাল
আপডেট :
শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১, ৩:২৮ অপরাহ্ন
সাড়ে চার মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে ওমানগামী সরাসরি ফ্লাইট আগামীকাল
বিমান প্রতীকী ছবি
প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে ওমানগামী সরাসরি ফ্লাইট আগামীকাল শনিবার চালু হচ্ছে। ওমান এয়ারের একটি ফ্লাইট যাত্রী নিয়ে মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার কথা রয়েছে।চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান এয়ারের একটি উড়োজাহাজ আগামীকাল সকাল ৯টা ৫৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে।বিষয়টি নিশ্চিত করেছেন ওমান এয়ারের চট্টগ্রামের স্টেশন প্রধান মো. আসিফ চৌধুরী। তিনি বলেন, ওমানগামী ফ্লাইট চালু হওয়ায় দেশে অবস্থানরত প্রবাসীদের মনে স্বস্তি ফিরে এসেছে। কেননা অনেকেই যেতে না পারার কারণে চাকরি হারার আশঙ্কায় ছিলেন। অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছিল। ওমান এয়ার আপাতত চট্টগ্রাম থেকে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করবে। এ ছাড়া ঢাকা থেকে সপ্তাহে তিন দিন তিনটি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত এপ্রিলে বাংলাদেশসহ ১৮ দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল ওমান সরকার। চট্টগ্রাম থেকে গত ১১ এপ্রিল ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। মেডিকেল রেসপন্স, পাবলিক হেলথ সেক্টর এবং রয়েল ওমান পুলিশের সমন্বয়ে গঠিত করোনা প্রতিরোধসংক্রান্ত সুপ্রিম কমিটির নির্দেশে ওমান সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) ২৩ আগস্ট এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।এদিকে ওমানে ভ্রমণকারী যাত্রীদের বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে যাত্রীদের অবশ্যই স্বাস্থ্য কর্তৃপক্ষ অনুমোদিত করোনা টিকার পূর্ণাঙ্গ ডোজ নিতে হবে এবং কিউআর কোডসহ একটি টিকাসনদ দেখাতে হবে।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এম ফরহাদ হোসেন খান প্রথম আলোকে বলেন, ওমান এয়ারের একটি ফ্লাইট শনিবার মাসকট যাওয়ার কথা রয়েছে। এ ছাড়া একটি বেসরকারি উড়োজাহাজ কোম্পানি ঢাকা থেকে চট্টগ্রাম এসে যাত্রী পরিবহন করছে। করোনা টেস্ট সনদ, করোনা টিকাসনদসহ করোনা পরিস্থিতিতে আরোপিত আন্তর্জাতিক নিয়ম, বিধি মেনেই ফ্লাইট পরিচালনা করতে হবে। বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।
More News Of This Category