প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২১, ১:২৩ পি.এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার বেলা পৌনে দুইটার দিকে সিদ্ধিরগঞ্জের পিডেকে পেট্রল পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ পথচারীর নাম নাঈম হোসেন (২৪)। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারের বৈদেশিক মুদ্রা কেনাবেচাকারী জয়নাল আবেদীন ও তাঁর চাচাতো ভাই মেহেদী হাসান মতিঝিল মানি এক্সচেঞ্জ অফিস থেকে ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। দুটি মোটরসাইকেলে করে দুজনকে অনুসরণ করে চার ছিনতাইকারী। সিদ্ধিরগঞ্জের পিডিকে পেট্রল পাম্পের সামনে অস্ত্রের মুখে জয়নাল ও মেহেদীর গতি রোধ করে ছিনতাইকারীরা। এ সময় তারা দুজনের কাছ থেকে টাকার ব্যাগ ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এমন পরিস্থিতি দেখে পথচারী নাঈম হোসেন ছিনতাইকারী বলে চিৎকার দেন। ছিনতাইকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানপুলিশ জানায়, ছিনিয়ে নেওয়া মুঠোফোন দুটি ঢাকার খিলগাঁও এলাকায় ফেলে রেখে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় মামলা হবে।
শিক্ষাতথ্য টিভি