রানু মন্ডলের
বায়োপিক বানাচ্ছেন পরিচালক ঋষিকেশ মন্ডল।
রানাঘাট রেলস্টেশনে বসে ভিক্ষা করার সময় লতা মোঙ্গেশকরের এক পেয়ার কা নাগমা
হ্যায়- গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রানু মন্ডল। বলিউডের
সংগীত পরিচালক গায়ক হিমেশ রেশামিয়া তাকে নিজের ছবিতে প্লে-ব্যাক করানোর
সঙ্গে সঙ্গে রানাঘাটের রানু মন্ডল হিট হয়ে যান। বর্তমান প্রতিবেদককে জীবনের
প্রথম টেলিভিশন সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, এই সোশ্যাল মিডিয়া আমার মেয়েকেও
আমার কাছে ফিরিয়ে দিয়েছে। ইন্টারভিউ চলাকালীন রানু মন্ডলের সেই কথাটিও
ভাইরাল হয়েছিল- খুব খিদে পেয়েছে। কিছু খেতে দিতে পারেন?
নানা বিতর্কিত
মন্তব্য করে মুম্বই থেকে ফের রানাঘাট রেলস্টেশনে নির্বাসিত রানু মন্ডলের
বায়োপিক বানাচ্ছেন পরিচালক ঋষিকেশ মন্ডল। রানুর ভূমিকায় অভিনয় করবেন ওয়েব
সিরিজ খ্যাত ঈশিকা দে। রানুর জীবনের ওঠা পড়া নিয়ে ছবিটির নাম রাখা হয়েছে-
রানু মারিয়া। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের অফার পৌঁছেছে হিমেশ
রেশামিয়ার কাছেও।