নাটোরে
১ কোটি ২৯ লক্ষ টাকার হেরোইনসহ ১ মাদক কারবারী গ্রেফতার!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
নাটোর জেলার সদর থানাধীন বাবুর পুকুরপাড় বনলতা ফিলিং ষ্টেশনের সামনে থেকে
১কেজি ২৯০ গ্রাম হেরোইনসহ মোঃ মাসুম (৩৫) এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে
র্যাব-৫
এর সদস্যরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় তাকে রাজশাহী টু পাবনা গামী
লোকাল যাত্রীবাহী বাস থামিয়ে গ্রেফতার করা হয়।গ্রেফতার মোঃ মাসুম (৩৫),
বগুড়া জেলার কাহালু থানাধিন পাল্লাপাড়া (হাইস্কুল পাড়া) গ্রামের মৃত আব্দুল
সাত্তারের ছেলে।রোববার সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫
রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে,
একজন ব্যক্তি যাত্রীবেশে হেরোইন নিয়া রাজশাহী টু পাবনা গামী লোকাল
যাত্রীবাহী বাস যোগে নাটোর এলাকার দিকে আসিতেছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল
শনিবার সন্ধা সাড়ে ৭টায় নাটোর জেলার সদর থানাধীন বাবুর পুকুরপাড় এলাকার
বনলতা ফিলিং ষ্টেশনের সামনে মহাসড়কের উপর র্যাবে
চেকপোষ্ট পরিচালনা শুরু করা হয়। পরে রাত সাড়ে ৮টায় যাত্রীবাহী মাছরাঙ্গা
পরিবহণ (যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো-ব-১৪-৯৬১৭) চেকপোষ্টে পৌঁছালে
বাসটিকে থামানো হয়। এ সময় বাসের মূল দরজা দিয়ে নেমে পালানোর চেষ্টাকালে ১
কেজি ২৯০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী মোঃ মাসুমকে গ্রেফতার করা হয়। যাহার
মূল্য এক কোটি ঊনত্রিশ লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বিকার করে হেরোইন সংগ্রহ করে নাটোর জেলাসহ
দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। সে আরো জানায় যে, হেরোইন বিক্রয়ের
উদ্দেশ্যে পাবনার দিকে নিয়ে যাচ্ছিল।এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে
নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ৮(গ) ধারায়
মামলা রুজু করা হয়েছে।
রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও গ্রেস বিজ্ঞপ্তিতে জানানো
হয়।