মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রাম থেকে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রয়েড়া গ্রামের খাইরুল ইসলামের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-বাড়ির মালিক খাইরুল ইসলাম (৩০) ও একই গ্রামের লুৎফর শেখের ছেলে মানি শেখ (২২)।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে রাতে রয়েড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় খাইরুল ইসলামের বাড়ি থেকে ১ কেজি গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।