ডিএনসি নারায়ণগঞ্জ এর মাদকবিরোধী অভিযানে ৩৬ লিটার দেশি মদসহ গ্রেফতার ০২!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
অদ্য ০৬/১০/২০২১ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নারায়ণগঞ্জ টিম গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক জনাব মোঃশামসুল আলম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং ইন্সপেক্টর জনাব মোঃওবায়দুল কবির এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম সোনারগাঁও থানাধীন বন্দেরা এলাকায় অভিযান পরিচালনা করে( ১) মো: রুস্তম আলী (৬৫) পিতা: মৃত কাশেম বেপারী
(২)রুপা আক্তার (২৫) স্বামী-মো রুস্তম আলী কে ৩৬ লিটার দেশি মদসহ গ্রেফতার করে।গ্রেফতারকৃৃত আসামীর বিরুদ্ধে ডিএনসি এর পরিদর্শক জনাব মোঃ ওবায়দুল কবির সোনারগাঁও থানায় ১ টি মামলা দায়ের করেন।