ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার ঃ মাগুরা A to Z অনলাইনে বাজারে ব্যবসা করি, বেকারত্ব দূর করি। শুক্রবার ২৪ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় আসাদুজ্জামান মিলনায়তনে মাগুরা A to Z অনলাইন বাজার উদ্যোক্তা মিলন মেলার আয়োজনে করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য মাগুরা -১ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, চেয়ারম্যান জেলা পরিষদ বাবু পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান উপজেলা পরিষদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু নাসির বাবলু, মেয়র মাগুরা পৌরসভা খুরশীদ হায়দার টুটুল, উপ-ব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় মোঃ আব্দুস সালাম, আহবায়ক মাগুরা A to Z অনলাইন বাজার, এমডি ও সিইও বাংলাদেশ ফাইন্যান্স মোঃ কায়সার হামিদ, ব্যবস্থাপক জনতা ব্যাংক লিঃ মোহাম্মদ রফিকুল ইসলাম রিপন, এমডি এমাস ফুট ওয়্যার লিঃ ওবাইদুল হক রাসেল, এডমিন মাগুরা A to Z অনলাইন বাজার শাকিলা রায়হান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডারেটর প্রধান মাগুরা অনলাইন বাজার শেখ ইলিয়াস মিথুন এবং সভাপতিত্ব করেন এডমিন ও পরিচালক মাগুরা A to Z অনলাইন বাজার মারুফ রহমান। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ ফাইন্যান্স, পৃষ্ঠপোষকতায় লিংক টেলিকম মাগুরা, নকশী ফ্যাশন হাউজ এন্ড কসমেটিকস, মিথুন ট্যুরস এন্ড ট্রাভেলস, পিয়ারলেস মেডিকেল সার্ভিসেস এন্ড হাসপাতাল (প্রাঃ), ল্যাব সিটি মেডিকেল সার্ভিসেস, মাগুরা ডিজিটাল সাইন এন্ড অফসেট প্রিন্টিং প্রেস, ন্যাশনাল ইলেকট্রনিকস, ভিবো শোরুম, অপ্পো শোরুম, নাফিজা কুকিং হাউজ, শেহরিন অনলাইন শপ, শান্তা কুকিং হাউজ, কুইন্স কিচেন মাগুরা, মানহাস ক্লোসেট এন্ড কুকিং স্টুডিও, টাইলস সেন্টার কলেজ রোড মাগুরা, নাজমুল জুয়েলারী, ভিউ ডিজাইন এন্ড কনসালটেন্ট, দেশ বাজার বিডি, আঃ রাজ্জাক হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট স্পনসর ছিলো। সভাপতি মারুফ রায়হান ও মডারেটর শেখ ইলিয়াস মিথুন জানান, মাগুরা A to Z অনলাইন বাজার ফেসবুক গ্রুপে ৬২০০০ হাজার সদস্য যুক্ত আছে। প্রধান অতিথি এমপি সাইফুজ্জামান শিখর A to Z অনলাইন বাজারের সার্বিক সহোযোগিতায় থাকবেন বলে আশ্বাস দেন এবং মেলা হলে স্টলের জন্য সার্বিক সহোযোগিতা করবেন। বাংলাদেশ ফাইন্যান্স এমডি ও সিইও মোঃ কায়সার হামিদ বলেন তার প্রতিষ্ঠান বিনা জামানতে ২৫ লাখ টাকার ঋৃণ নিলে ৪% সুদ নিবে। এরপর জেলা পরিষদ চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার কুন্ডু অনলাইন বাজার সদস্যদের নিজ হাতে কেক কেটে খাওয়া দেন। এরপর সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন চ্যানেল আই এর শিল্পীবৃন্দ গণ ও রাত ১০ টার সময় র্যাফেল ড্র লটারির খেলার পুরুস্কার বিতরণ করা হয়।