মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা এর উদ্যোগে এবং ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল রানা মহোদয়ের নেতৃত্বে ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫২ পিস ইয়াবা, MCDOWELL NO 1 LUXURY নামীয় ২০ বোতল বিলাতীমদ,ফেন্সিডিল ০৭ বোতল, নগদ ৮৩০০/- এবং ৪টি মোবাইল সেটসহ আসামী মোরশেদ(৩৮),
পিতা আবুল বাশার, সাং নাল্লা মধ্যপাড়া, ফকিরবাড়ী, থানা ব্রাহ্মণপাড়া থেকে আটক করে। রাত ৯:৩০ ঘটিকায় আসামীর চায়ের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক নির্দেশনায় এসআই মুরাদ হোসেন এবং এএসআই মোঃ কামরুল হাসানসহ একটি টীম উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল রানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা ও ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।