প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৭:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২১, ৮:৪২ এ.এম
বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই ফেনী শহরে সংঘর্ষ, আহত ৪০
বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই ফেনী শহরে সংঘর্ষ, আহত ৪০
মন্দির ও পূজামণ্ডপে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই ফেনী শহরে নতুন করে সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন,শনিবার বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধনে ঢিল ছোড়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়, থেমে থেমে এই সংঘর্ষ চলে রাত ১১টা পর্যন্ত।
এতে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা, সাংবাদিকসহ প্রায় অর্ধশত মানুষ আহত হয়,পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
স্থানীয়রা জানায় প্রথমে কিছু মুসল্লির সঙ্গে মানববন্ধনে অংশ নেয়াদের সঙ্গে সংঘর্ষ শুরু হলেও পরে ১৪-১৫ জনের একটি গ্রুপ শহরের ট্রাংক রোড, বাজার ও শহরতলীর কালীপাল এলাকায় ভাঙচুর চালায় ও আগুন দেয়।
আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের গাড়িতে ভাঙচুর করা হয়, হামলা চালানো হয় হিন্দু সম্প্রদায়ের একটি আশ্রম ও মন্দিরে, এসময় বেশ কয়েকটি দোকান লুটেরও অভিযোগ পাওয়া যায়।
সংঘর্ষের সময় বন হয়ে যায় ট্রাংক রোডে যানচলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফেনী শহরে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি।
শিক্ষাতথ্য টিভি