কক্সবাজারে র্যাবের
হাতে ১০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী গ্রেফতার!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক
করেছে র্যাব। বুধবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনির ঘোনা এলাকা
থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- থাইংখালী ক্যাম্প ১৯ -এর কালা মিয়ার
ছেলে মো. আয়াত উল্লাহ ও বালুখালী ক্যাম্প-৮ এর আব্দুল হকের ছেলে শহিদুল
মোস্তফা।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী
বলেন, মনির ঘোনা মাদরাসার প্রধান গেটের সামনে ইয়াবা বেচাকেনা চলছে- এমন
সংবাদে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে আয়াত ও শহিদুলকে আটক
করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের
বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।