পিরোজপুরে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে মাছুদ মল্লিক গ্রেফতার!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
অদ্য ১৯/১০/২০২১ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,
পিরোজপুর কর্তৃক পিরোজপুর সদর থানাধীন কদমতলা ২ নং ইউনিয়ন, ৫ নং ওয়ার্ড
খানাকুনিয়ারী গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মাছুদ
মল্লিক (৩২), পিতা-জয়নাল মল্লিক, মাতা-জামিলা বেগম , সাং- কদমতলা
খানাকুনিয়ারী, ২ নং ইউনিয়ন, ৫ নং ওয়ার্ড, থানা+জেলা-পিরোজপুর কে গাঁজা
১০৫(একশত পাঁচ) গ্রামসহ আটক করে পিরোজপুর সদর থানায় ০১(এক) টি নিয়মিত
মামলা রুজু করা হয়েছে।