মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুরা শ্রীপুর উপজেলার মানবতার সেবক আরজান বাদশাহ পক্ষ থেকে গরীবদের মাঝে উপহার বিতারণ।
মাগুরা শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নে বিগত কয়েক বছরে চৌগাছী গ্রামে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে যেখানে অনেকেরই অবদান আছে, তবে নিম্নোক্ত উন্নয়ন এর কান্ডারি মাগুরা জেলা পরিষদ সদস্য, সাবেক ছাত্রলীগ ও বর্তমান যুবলীগ নেতা মোঃ আরজান বিশ্বাস (বাদশা)।তিনি মাগুরা জেলা পরিষদ এর অর্থায়নে, চৌগাছী বহুতল ঈদগাহ কমপ্লেক্স উন্নয়নে ৫ লক্ষ টাকা, চৌগাছী পোস্ট অফিস সংলগ্ন জামে মসজিদ উন্নয়নে ২ লক্ষ টাকা, চৌগাছী মোল্যাপাড়া জামে মসজিদ উন্নয়নে ১ লক্ষ টাকা, চৌগাছী মধ্যপাড়া জামে মসজিদ উন্নয়ন ২ লক্ষ টাকা, চৌগাছী পূর্বপাড়া জামে মসজিদ উন্নয়নে ২.৫ লক্ষ টাকা, চৌগাছী খাঁ পাড়া জামে মসজিদ উন্নয়নে ৩.৫ লক্ষ টাকা।
চৌগাছী পূর্বপাড়া পারিবারিক গোরস্থান উন্নয়নে ২ লক্ষ টাকা, চৌগাছী পূর্বপাড়া মোফাজ্জলের বাড়ি থেকে নিয়াজুলের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ১ লক্ষ টাকা, নবুয়ত মেম্বারের বাড়ি থেকে মেইন রাস্তা পর্যন্ত ২ লক্ষ টাকা, ফটিকের দোকান থেকে হাজীদের বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়ন ফ্লাট সলিং এ ২ লক্ষ টাকা, বাচ্চুর বাড়ি থেকে মহিদুল এর বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়ন ফ্লাট সলিং ১ লক্ষ টাকা, কুদ্দুসের বাড়ি থেকে আজগরের বাড়ি পর্যন্ত রাস্তা ফ্লাট সলিং এ ২ লক্ষ টাকা এডভোকেট রোস্তম আলীর বাড়ি থেকে আলম বিশ্বাসের বাড়ি পর্যন্ত রাস্তা ফ্লাট সলিং ২ লক্ষ টাকা চৌগাছী খাঁ পাড়া রাস্তা ফ্লাট সলিং করন ১.৫ লক্ষ টাকা, চৌগাছী দুইটা মন্দির বাবদ ২ লক্ষ টাকা।
চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ বাবদ ১ লক্ষ টাকা ও গেট নির্মাণ বাবদ ১ লক্ষ টাকা, চর চৌগাছী জামে মসজিদ উন্নয়ন এ ১ লক্ষ টাকা, চর-চৌগাছী ১ম ব্রিজের কাছে রাস্তার দুই পাশে ফ্লাট সলিং ৩.৫ লক্ষ টাকা এবং গোয়ালদহ জামে মসজিদে ১০ লক্ষ টাকা।
এছাড়াও নিরাপদ পানি পানের জন্য চৌগাছী গ্রামের বিভিন্ন স্থানে নলকূপ স্থাপন করেছেন।মহেশপুর দ্বীপ চর জানে মসজিদ উন্নয়ন-৩,০০,০০০ টাকা, মহেশপুর মাদ্রাসার উন্নয়ন-১,০০,০০০ টাকা ,চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের গেট থেকে ইটের ছলিং -১,৫০,০০০ টাকা, চর মহেশপুর স্কুলের সামনে থেকে আনন্দ নগর মোর পর্যন্ত ইটের ছলিং-৪,০০,০০০ টাকা, মহেশপুর ট-বাজার থেকে কামাল মৃধার বাড়ি পর্যন্ত ইটের ছলিং-২,০০,০০০ টাকা, মহেশপুর ট-বাজার থেকে রমেশের বাড়ি পর্যন্ত ইটের ছলিং-২,০০,০০০ টাকা, গোয়ালদহ সার্বজনীন মন্দির নির্মাণ-৪,০০,০০০ টাকা, গোয়ালদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন সামগ্রী সরবরাহ বাবদ-১,৫০,০০০ টাকা, ঘসিয়াল অষ্টগ্রাম মহাশসান উন্নয়ন-১,৫০,০০০ টাকা, ঘসিয়াল সার্বজনীন মন্দির উন্নয়ন-১,০০,০০০ টাকা, নলখোলা গোরস্থান উন্নয়ন-১,৫০,০০০ টাকা, দ্বারিয়াপুর উত্তর পারা ও দক্ষিণ পারা জামে মসজিদ উন্নয়ন- ৪,০০,০০০ টাকা, দ্বারিয়াপুর হাসপাতাল মসজিদ উন্নয়ন-১,০০,০০০ টাকা, দ্বারিয়াপুর কালী মন্দির উন্নয়ন-১,৫০,০০০ টাকা, দ্বারিয়াপুর কলেজ গেট থেকে সাইন্সল্যাব পর্যন্ত ইটের ছলিং-১,৫০,০০০ টাকা, বড়ই চারা মসজিদ উন্নয়ন-২,০০,০০০ টাকা, বড়ই চারা ক্যানালের রাস্তা ইটের ছলিং-১,৫০,০০০ টাকা, বড়ই চারা ইকো পার্ক উন্নয়ন -২,০০,০০০ টাকা, দ্বারিয়াপুর ইউনিয়নের সমস্ত স্কুল কলেজে বিশুদ্ধ পানির ফিল্টার ও ক্রীড়া সামগ্রী সরবরাহ, ইউনিয়নের বিভিন্ন যায়গায় নলকূপ ও সেলাই মেশিন সরবরাহ। প্রতিটা স্কুল কলেজে কোভিড -১৯ স্বাস্থ্য সামগ্রী বিতরন।মোট টাকার পরিমাণ ৮৮ লাখ টাকা। এছাড়াও শ্রীপুর ও শ্রীকোল ইউনিয়নের অনুরূপ উন্নয়ন। আরজান বিশ্বাস (বাদশা) বলেছেন, অত্র এলাকার আপামর জনসাধারণ এর কথা বিবেচনা করে ভবিষ্যতেও এইরকম উন্নয়নমূলক কাজ করে যাব।এসব দৃশ্যমান উন্নয়ন করেও তিনি ফলাও করে প্রচার করেননি, বরং বৃক্ষের মত ফল দিয়ে বুঝিয়েছেন। তিনি আরও বলেন দ্বারিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান হলে সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক উন্নয়ন মূলক কাজ করবেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর লোকজনের কাছে দোয়া সর্মথনা প্রত্যাশী।