নওগাঁয়
গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
নওগাঁ জেলার ধামইরহাটে দুই কেজি আটশত গ্রাম গাঁজাসহ শাকিল হাসান (১৯) নামের
এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে র্যাব।
সন্ধ্যায় ধামইরহাট উপজেলার সাহাপুর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি উক্ত উপজেলার বৈদ্যবাটি এলাকার আব্দুল হামিদের ছেলে বলে জানা
গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব
জানান, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী
অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে ঘটনার দিন সন্ধায় সাহাপুর এলাকায়
অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামি শাকিলকে দুইকেজি আটশত গ্রাম গাঁজাসহ
হাতেনাতে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সে দীর্ঘদিন নেশা জাতীয়
মাদক দ্রব্য এলাকাসহ বিভিন্ন জেলা-উপজেলায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট
সরবরাহ করতেন বলে স্বীকার করেন।ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)
জানান,আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
দায়ের পূর্বক নওগাঁ কারাগারে প্রেরণ করা হয়েছে।