বাঘা
থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল সহ ১ নারী আটক!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
রাজশাহীর বাঘায় ১শ ১৮ বোতল ফেন্সিডিলসহ এক নারী কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬অক্টোবর) রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মহাজনপাড়া
এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী সাগরী বেগম(৩৫) তিনি শামসুল
প্রামানিক(৪৫) এর স্ত্রী।বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের
নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে এসআই আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে
সঙ্গীয় ফোর্সসহ ১শত ১৮ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ সাগরী বেগম
নামের এক নারী কে তার নিজ বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে আসে।
এ সময় পুলিশের
উপস্থিতি টের পেয়ে ২ জন মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়।
এস আই আব্দুল কুদ্দুস হোসেন জানান, ওসি স্যারের নির্দেশক্রমে মাহাজনপাড়া
এলাকার শামসুল প্রামানিকের (৪৫) নিজ বাড়ীর স্বয়ন কক্ষের খাটের নিচে রক্ষিত
মোট ১শত ১৮ বোতল ভারতীয় অবৈধ কোডিন যুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করি।
এ সময় মাদক ব্যবসায়ী শামসুল প্রামানিক ও মনিরুল ইসলাম মনি (৩০) পালিয়ে
গেলে শামসুল প্রামাণিকের স্ত্রী সাগরী বেগম কে আটক করি। উদ্ধারকৃত ১শ ১৮
বোতল ফেন্সিডিল এর সিজার মূল্য প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা।এ বিষয়ে বাঘা থানার
অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ফেন্সিডিলসহ সাগরী বেগম কে আটক
করা হয়েছে । তার স্বামীসহ ২জন পলাতক রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার
দিয়ে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।