ব্যার্থ ‘হামজা’, আসছে রুস্তুম
ব্যার্থ ‘হামজা’, আসছে রুস্তুম
মানিকগঞ্জের
পাটুরিয়া ঘাটে ফেরিতে যানবাহন বোঝাই রোরো ফেরি আমানত শাহ ডুবির ঘটনায়
তাৎক্ষণিক উদ্ধার কাজে ব্যবহার করা হয় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ
‘হামজা’। প্রথম দিন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডুবে যাওয়া ফেরি উদ্ধারের
জন্য নারায়ণগঞ্জ থেকে প্রত্যয় নামের উদ্ধারকারী জাহাজ রওয়ানা দিয়েছে বলে
গণমাধ্যমে খবর নিশ্চিত করে। ঘটনাস্থলে প্রত্যয় কখন আসবে এমন কথা সবার মুখে
মুখে ছিল।এ সময় সংশ্লিষ্টরা অনেকেই বক্তব্য দিয়েছেন, প্রত্যয় রাস্তায় আছে কিন্তু
ঘণ্টায় চার কিলোমিটার গতি থাকার কারণে পৌঁছাতে দেরি হচ্ছে। আবার কয়েক
কর্মকর্তা বলেন, প্রত্যয় রাতের বেলায় চলাচল না করায় শুধু দিনের বেলায় আসছে
বলে এমন দেরি হচ্ছে। অবশেষে আজ শুক্রবার দুপুরে ঘাটে বিআইডব্লিউটিএ’র
চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক সাংবাদিকদের বিষয়টি খোলাসা করেন।তিনি বলেন, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসছে না। উদ্ধার কাজে শিমুলিয়া থেকে প্রত্যয়ের পরির্বতে আসছে রুস্তম।তবে বিভ্রান্তিকর তথ্যের কারণে রুস্তম কখন আসবে তা নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।গোলাম সাদেক বলেন, ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করতে প্রত্যয় জাহাজটি
দুর্ঘটনা কবলিত জায়গায় আসতে পাশে যে পরিমান পানি থাকার দরকার সে পরিমান
পানি। তাই পরে সিদ্ধান্ত হয় প্রত্যয় আর আসবে না। তিন দিন পরে এ সিদ্ধান্ত
কেন জানতে চাইলে তিনি বলেন, আমি জরুরি কাজে বিদেশ ছিলাম। গতকাল
(বৃহস্পতিবার) আসছি রাতে। তবে মুন্সিগঞ্জ থেকে রুস্তম আসার কথা রয়েছে।
ফেরিটি উদ্ধার করতে সরকারি ভাবে সম্ভব না হলে বেসরকারি সংস্থার সাহায্য
নেওয়া হবে।বিআইডব্লিউটিএ’র (নৌ সংরক্ষণ ও পরিচালনা) বিভাগের পরিচালক মো. শাহজাহান
কালের কণ্ঠকে বলেন, উদ্ধারকারী জাহাজ রুস্তম ফেরি উদ্ধারে সক্ষম না।
রুস্তমের ধারন ক্ষমতা ৬০ টনের বেশি না। তবে ডুবে থাকা সকল যানবাহন উদ্ধার
করে পরে রুস্তম ও হামজা দিয়ে ফেরিটিকে টেনে একটুব দুরে সরিয়ে ঘাটটি সচল
করার পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, সব দপ্তরের সঙ্গে কথা বলে পরর্বতীতে
ফেরি উদ্ধারের চেষ্টা চলানো হবে।এদিকে, ঘটনার তিন দিনে মোট ১১টি ট্রাক উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি
মটোরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, নৌবাহিনী,
কোস্ট গার্ডে বিআইডব্লিউটিএ উদ্ধার কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন।বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টায় পাটুরিয়া পাঁচ নম্বর ঘাটে
যানবাহনসহ আমানত শাহ রোরো ফেরি ডুবে যায়। এখন পর্য়ন্ত কোন হতাহতের খবর
পাওয়া যায়নি।
পাটুরিয়া ঘাটে ফেরিতে যানবাহন বোঝাই রোরো ফেরি আমানত শাহ ডুবির ঘটনায়
তাৎক্ষণিক উদ্ধার কাজে ব্যবহার করা হয় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ
‘হামজা’। প্রথম দিন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডুবে যাওয়া ফেরি উদ্ধারের
জন্য নারায়ণগঞ্জ থেকে প্রত্যয় নামের উদ্ধারকারী জাহাজ রওয়ানা দিয়েছে বলে
গণমাধ্যমে খবর নিশ্চিত করে। ঘটনাস্থলে প্রত্যয় কখন আসবে এমন কথা সবার মুখে
মুখে ছিল।এ সময় সংশ্লিষ্টরা অনেকেই বক্তব্য দিয়েছেন, প্রত্যয় রাস্তায় আছে কিন্তু
ঘণ্টায় চার কিলোমিটার গতি থাকার কারণে পৌঁছাতে দেরি হচ্ছে। আবার কয়েক
কর্মকর্তা বলেন, প্রত্যয় রাতের বেলায় চলাচল না করায় শুধু দিনের বেলায় আসছে
বলে এমন দেরি হচ্ছে। অবশেষে আজ শুক্রবার দুপুরে ঘাটে বিআইডব্লিউটিএ’র
চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক সাংবাদিকদের বিষয়টি খোলাসা করেন।তিনি বলেন, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসছে না। উদ্ধার কাজে শিমুলিয়া থেকে প্রত্যয়ের পরির্বতে আসছে রুস্তম।তবে বিভ্রান্তিকর তথ্যের কারণে রুস্তম কখন আসবে তা নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।গোলাম সাদেক বলেন, ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করতে প্রত্যয় জাহাজটি
দুর্ঘটনা কবলিত জায়গায় আসতে পাশে যে পরিমান পানি থাকার দরকার সে পরিমান
পানি। তাই পরে সিদ্ধান্ত হয় প্রত্যয় আর আসবে না। তিন দিন পরে এ সিদ্ধান্ত
কেন জানতে চাইলে তিনি বলেন, আমি জরুরি কাজে বিদেশ ছিলাম। গতকাল
(বৃহস্পতিবার) আসছি রাতে। তবে মুন্সিগঞ্জ থেকে রুস্তম আসার কথা রয়েছে।
ফেরিটি উদ্ধার করতে সরকারি ভাবে সম্ভব না হলে বেসরকারি সংস্থার সাহায্য
নেওয়া হবে।বিআইডব্লিউটিএ’র (নৌ সংরক্ষণ ও পরিচালনা) বিভাগের পরিচালক মো. শাহজাহান
কালের কণ্ঠকে বলেন, উদ্ধারকারী জাহাজ রুস্তম ফেরি উদ্ধারে সক্ষম না।
রুস্তমের ধারন ক্ষমতা ৬০ টনের বেশি না। তবে ডুবে থাকা সকল যানবাহন উদ্ধার
করে পরে রুস্তম ও হামজা দিয়ে ফেরিটিকে টেনে একটুব দুরে সরিয়ে ঘাটটি সচল
করার পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, সব দপ্তরের সঙ্গে কথা বলে পরর্বতীতে
ফেরি উদ্ধারের চেষ্টা চলানো হবে।এদিকে, ঘটনার তিন দিনে মোট ১১টি ট্রাক উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি
মটোরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, নৌবাহিনী,
কোস্ট গার্ডে বিআইডব্লিউটিএ উদ্ধার কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন।বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টায় পাটুরিয়া পাঁচ নম্বর ঘাটে
যানবাহনসহ আমানত শাহ রোরো ফেরি ডুবে যায়। এখন পর্য়ন্ত কোন হতাহতের খবর
পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category