মেহেদীর দ্বিতীয় আঘাত, তৃতীয় উইকেট হারাল উইন্ডিজ
মেহেদীর দ্বিতীয় আঘাত, তৃতীয় উইকেট হারাল উইন্ডিজ
মেহেদীর দ্বিতীয় আঘাত, তৃতীয় উইকেট হারাল উইন্ডিজ
০৩: ৩৯, অক্টোবর ২৯
চেজকে নয়, হেটমায়ারকে ফেরালেন মেহেদী
রোসটন চেজ দিয়েছিলেন ফিরতি ক্যাচ। তবে সহজ সুযোগটা হাতছাড়া করেছেন মেহেদী। দ্বিতীয় সাফল্য পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মেহেদীকে। পরের বলেই তুলে মারতে গিয়ে লং-অফে সৌম্য সরকারের হাতে ধরা পড়েছেন শিমরন হেটমায়ার, ৭ বলে ৯ রান করে।
ওয়েস্ট ইন্ডিজের ওপর চড়ে বসেছে বাংলাদেশ!
ওয়েস্ট ইন্ডিজ ৩৩/৩, ৭ ওভার।
০৩: ৩৪, অক্টোবর ২৯
২৮ রান, ২ উইকেট, ৬ ওভারপাওয়ারপ্লের ভেতর চতুর্থ বোলার হিসেবে শরীফুল ইসলামকে এনেছেন মাহমুদউল্লাহ। হেটমায়ারের প্যাডে দুইবার আঘাত করলেও ওভার দ্য উইকেট থেকে বোলিং করা শরীফুলের দুইটি বলই পড়েছিল লেগস্টাম্পের বাইরে। নিজের প্রথম ওভারে শরীফুল দিয়েছেন ৮ রান।পাওয়ারপ্লেতে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ২৮ রান, তবে হারিয়ে ফেলেছে ২ উইকেট। বিশ্বকাপে পাওয়ারপ্লেতে বাংলাদেশের বিপক্ষে কোনো দলের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।শারজায় ম্যাচের এ অংশ পর্যন্ত নিয়ন্ত্রণ বাংলাদেশেরই।গেইল ব মেহেদী
মেহেদীকে সরিয়ে মোস্তাফিজকে এনেছিলেন মাহমুদউল্লাহ। মোস্তাফিজ ফিরিয়েছেন লুইসকে। এবার মোস্তাফিজকে সরিয়ে মেহেদীকে আনলেন, মেহেদী ফেরালেন গেইলকে। ভেতরের দিকে ঢোকা বলে ব্যাট চালিয়ে সংযোগটা ঠিকঠাক করতে পারেননি গেইল, হয়েছেন বোল্ড। গেইল করেছেন ১০ বলে ৪ রান। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় উইকেট হারিয়েছে ১৮ রানে।
টি-টোয়েন্টিতে এ নিয়ে চতুর্থবার মেহেদীর বলে আউট হলেন গেইল।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category