নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া তার ইউটিউবে আসার কথা জানান।
একইসঙ্গে ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে তা সাবস্ক্রাইব করার অনুরোধ করেন।
পাশাপাশি ভক্ত-অনুসারীদের একটি কথাও দিয়েছেন তিনি। জয়ার ইউটিউব লিংকে কোনো
ভিডিও নেই। জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, আমি ভিডিও প্রকাশ করবো
যদি চ্যানেলটির সাবস্ক্রাইবার ১ হাজার পূর্ণ হয়। তবে এরইমধ্যে জয়ার ‘জয়া
আহসান’ নামের ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার হয়েছে দেড় হাজারের বেশি।
জয়ার প্রত্যাশার চেয়ে বেশি সাবস্ক্রাইবার হয়ে গেলেও কোনো ভিডিও এখন পর্যন্ত
আসেনি। জানা গেছে, দ্রুতই ভক্তদের জন্য নতুন সব ভিডিও নিয়ে হাজির হবেন
তিনি। এদিকে, সম্প্রতি বাংলাদেশে জয়া অভিনীত ‘অলাতচক্র’- সিনেমাটি মুক্তি
পেয়েছে। এ ছাড়া, কলকাতায় মুক্তি পেয়েছে ‘বিনি সুতোয়’। এই দুটি ছবিই দর্শক
প্রশংসিত হচ্ছে। বর্তমানে কলকাতাতেই দারুণ সময় কাটছে জয়া আহসানের। সেখানে
নতুন সিনেমা ‘ওসিডির’ ডাবিং শেষ করেছেন। জানা গেছে- কলকাতায় আরও নতুন
কয়েকটি ছবি নিয়ে কথা চলছে তার। বিষয়টি নিয়ে জয়া আহসান বলেন, নতুন ছবির কাজ
আসলে বেছে বেছে করছি। কারণ মনের মতো গল্প ও চরিত্র সচরাচর পাওয়া যায় না।
গতানুগতিক গল্পে ও চরিত্রে কাজের আগ্রহ আগেই হারিয়েছি। তাই অপেক্ষা করাটাই
ভালো। যে ছবিগুলোর প্রস্তাব আছে সেখান থেকে দ্রুতই নির্বাচন করবো কোনোটায়
অভিনয় করবো। এরপরই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবে।