প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৯:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২১, ৪:২০ এ.এম
দুর্নীতি দমন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার অভিযোগে সহযোগীসহ গ্রেপ্তার ২
দুর্নীতি দমন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার অভিযোগে সহযোগীসহ গ্রেপ্তার ২
দুর্নীতি দমন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার অভিযোগে সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন তৌহিদ কাজী নামে একজন,দুর্নীতির অভিযোগ এসেছে এমন কথা বলে ব্যবসায়ীদের টোপ দিতেন অভিযোগ থেকে রেহাই পাইয়ে দেয়ার। আর এভাবে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।
মোবাইল ফোনে বিত্তশালী ব্যবাসায়ীদের ফোন দিতেন অভিযুক্ত তৌহীদ কাজী। দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানাতেন টার্গেট করা ব্যবসায়ীকে। নিজেরই আরেকটি নম্বর দিয়ে বলতেন এটা দুদকের উর্ধ্বতন কর্মকর্তার নম্বর, তদন্তের স্বার্থে তার সাথে যেন যোগাযোগ করেন। তারপর ওই নাম্বারে ফোন আসলে দুর্নীতির অভিযোগ থেকে থেকে মুক্তি দিতে দাবি করা হতো মোটা অংকের টাকা।
পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা তৌহীদ কাজী প্রতারণার টাকায় বিলাসী জীবনযাপন শুরু করেন। আর এই প্রতারণার ফাঁদে ফেলতে বিত্তশালীদের টার্গেট করতেন বিভিন্ন জেলার চেম্বার অব কর্মাসের সদস্যদের তালিকা ধরে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (রমনা বিভাগ) এইচ এম আজিমুল হক বলেন, সে বিভিন্ন জেলার ব্যবসায়ী সমিতির ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে। বিশেষ করে যারা বৈদেশিক ব্যবসা বা আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত তাদের সম্পর্কে সব ধরনের খোঁজ খবর নিয়েই প্রতারণা শুরু করে। তারা এতো সাবলিলভাবে কথা বলে যে মনে হবে তারা অনেক উচ্চ শিক্ষিত। কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি তারা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছে।
তৌহিদ কাজীর দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদে পা দেয়া বেশ কয়েকজন ভুক্তভোগীর পরি
শিক্ষাতথ্য টিভি