কুষ্টিয়ায়
বাসের ধাক্কায় যুবক নিহত!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কায় তানভীর আহম্মেদ (৩২)
নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৪ নভেম্বর) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের যাত্রী ছাউনির সামনে এ
দুর্ঘটনা ঘটে।
তানভীর কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকার মধ্যবাজার গালস স্কুল পাড়ার ইকবাল
হোসেনের ছেলে।
তিনি ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক কেন্দ্রে ইঞ্জিনিয়ার
পদে চাকরি করতেন।
ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, সকালে
মোটরসাইকেলে করে রূপপুর যাচ্ছিলেন তানভীর আহম্মেদ। পথে কুষ্টিয়া-ঈশ্বরদী
মহাসড়কের যাত্রী ছাউনির সামনে পৌঁছালে রাজশাহী থেকে কুষ্টিয়াগামী ফুলঝুড়ি
পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই
তানভীরের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।