কিশোরগঞ্জে
শিশু নির্যাতন মুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে ফলোআপ মিটিং অনুষ্ঠিত!
মোঃরনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
নীলফামারী কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে শিশু সুরক্ষা
বিষয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষিকার অংশগ্রহণে শিশু নির্যাতন মুক্ত
শিক্ষা প্রতিষ্ঠান গঠনে ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭
নভেম্বর)দিনব্যাপী টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এ ফলোআপ মিটিং
অনুষ্ঠিত হয়।এতে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। "আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা
বন্ধ করতে",এই প্রতিপাদ্যকে সামনে রেখে- পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান,
কর্মক্ষেত্রে ও শিশুর প্রতি লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধ ক্যাম্পেইন, শিশু
নির্যাতন কয় ধরনের ও কি কি,শারিরীক শাস্তির ফলে শিশুর কি কি ক্ষতি হতে
পারে,শিশু সুরক্ষা বিষয়ে সরকারি নির্দেশনা,শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থলে
যৌন হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের নির্দেশিকা রিট পিটিশননং-৫৯১৬/২০০৮,
কর্মপরিকল্পনাসহ বিশদ আলোচনা করা হয়। কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন
বাংলাদেশর প্রোগ্রাম অফিসার সানজিদা আনসারির পাওয়ার পয়েন্ট
প্রেজেন্টশনে,এ সময় শিশু নির্যাতন বন্ধে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা
অফিসার এটি এম নুরুল আমিন শাহ্, কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের
স্পন্সরর্শীপ সিস্টেম এন্ড সাপোর্ট অফিসার মনি দিও প্রমুখ।