নেদারল্যান্ডসে লকডাউনবিরোধী বিক্ষোভ-সংঘর্ষ, আহত ৭
আপডেট :
শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৯:৫৬ পূর্বাহ্ন
নেদারল্যান্ডসে লকডাউনবিরোধী বিক্ষোভ-সংঘর্ষ, আহত ৭
এক বিক্ষোভকারীকে আটক করছে পুলিশ-দ্য গার্ডিয়ান
করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ায়
নেদারল্যান্ডসে তিন সপ্তাহের লকডাউন ও বিধিনিষেধ আরোপ করেছে ডাচ সরকার।
সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বিক্ষোভ করেছে মানুষ। এসময়
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। অনেকে
গ্রেপ্তারও হয়েছেন। স্থানীয়
সময় শুক্রবার নেদারল্যান্ডসের রোটেরডাম শহরে কয়েকশ’ মানুষ বিক্ষোভ মিছিল
বের করে। এ মিছিলে পুলিশ বাধা দিলে তা সহিংস রূপ নেয়। খবর দ্য গার্ডিয়ানেরপুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। এসময়
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় ডাচ পুলিশ। এতে অন্তত সাতজন আহত
হয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। শহরটির রেল
যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।রোটেরডাম
পুলিশের মুখপাত্র প্যাট্রিকা ওয়েলস জানিয়েছেন, বিক্ষোভকারীরা সহিংস হয়ে
উঠেছিল। সাধারণ মানুষের প্রাণহানির শঙ্কা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি
নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালিয়েছে। এতে সাতজন আহত হয়েছেন। বেশ কয়েকজনকে আটক
করা হয়েছে।
More News Of This Category