মানবপাচার চক্রের গ্রেপ্তার ৩ জন।
অস্ট্রেলিয়া ও ইউরোপে পাঠানোর নামে ভারতে মানবপাচার চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব,মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব। ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে জানান হয়, অস্ট্রেলিয়া ও ইউরোপে পাঠানোর নামে সাধারণ মানুষদের ভারতে নিয়ে টর্চার সেলে বন্দি করে মুক্তিপণ আদায় করে আসছিল চক্রটি। এই চক্রের আরও ৭ সদস্য পলাতক রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানায় র্যাব।চক্রটি কয়েক বছরে শতাধিক মানুষ পাচার করেছে বলেও জানান হয়।
যাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৪ জন দেশে ফিরেছে।আটক হওয়া মানবপাচার চক্রের সদস্যদের কাছ থেকে নকল পাসপোর্টসহ বিভিন্ন জাল কাগজপত্র জব্দ করা হয়।