টাঙ্গাইলে ১১ বছরের শিশুকে ধর্ষণ।
টাঙ্গাইলের মির্জাপুরে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে,ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধায় পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামে,নির্যাতিতা পঞ্চম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে,এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, পোস্টকামুরী দক্ষিণ পাড়ার বাক্কা মিয়ার বখাটে পুত্র অনিক (১৮) পাশের বাড়ির (১১) বছরের শিশুটি বাড়িতে একা থাকার সুযোগে ঘরে ঢুকে জোরপুর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন ঘটনাটি জানতে পেরে মির্জাপুর থানায় অবহিত করে, বখাটে অনিক এর আগেও ওই পাড়ায় এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
আজ সোমবার সকালে ওই শিশুটির মা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল হোসেন বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ওই শিশুটিকে মেডিক্যাল চেকআপের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে,আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।