কক্সবাজারে স্বামী-সন্তানকে জিন্মি করে পর্যটক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ।
কক্সবাজারে বেড়াতে এসে স্বামী ও সন্তানকে জিন্মি করে দুর্বৃত্ত কর্তৃক পর্যটক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভিকটিমকে উদ্ধার করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে র্যাব,র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকার যাত্রাবাড়ী থেকে বুধবার সকালে শিশু সন্তানসহ কক্সবাজার আসেন এক দম্পত্তি। বুধবার সন্ধ্যায় সমুদ্র সৈকত সংলগ্ন এক মার্কেটের ভিড়ের মাঝে সংঘবদ্ধ দুর্বৃত্তদের সঙ্গে ধাক্কা লাগে স্বামীর,এসময় তাদের কাছে ক্ষমাও চান এই দম্পতি,কিন্তু কৌশলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধিয়ে দেয় তারা, এক পর্যায়ে ধাক্কাধাক্কি করে স্ত্রীর কাছ থেকে স্বামী ও সন্তানকে আলাদা করে ফেলে চক্রটি,পরে স্ত্রীকে ছুরির ভয় দেখিয়ে সিএনজি অটোরিকশায় করে নিয়ে যায় শহরের একটি নির্জন স্থানে এবং তিনজন মিলে ধর্ষণ করে গৃহবধূকে।
তিনি আরও জানান, তারপর গৃহবধূর স্বামী সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে জিয়া গেস্ট ইন হোটেলের রুমে তুলে নিয়ে যায় দুর্বৃত্তদের একজন, সেখানে দ্বিতীয় দফায় ধর্ষণ করে তাকে,খবর পেয়ে দ্রুত র্যাবের একটি দল এসে হোটেল রুম থেকে গৃহবধূকে উদ্ধার করে।
নির্যাতনের মিকার ওই গৃহবধূ জানান, ধাক্কা লাগার পর ওদের সঙ্গে আরও দুইজন যোগ দিয়ে ঝামেলা করে, আমাকে জোর করে গাড়িতে উঠতে বলে,আমি চাইনি উঠতে, সন্ধ্যা ৬-৭ টার দিকে ওরা আমাকে এখান থেকে নিয়ে যায়। হোটেলে নিয়ে যায় ৯-১০ টার দিকে, আমাকে বলে আমরা স্বামী ও সন্তানকে আটকে রেখেছে, আমি যদি তাদের সঙ্গে না যাই ও ঝামেলা করি তাহলে ওদের মেরে ফেলবে,আমি বিশ্বাস করতে বাধ্য হই কারণ সেখানেও তাদের দুইজন লোক ছিল।
অপরাধে জড়িত সব অপরাধীদের আটক করা হবে,ধর্ষকদের সবাইকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে র্যাব